Google search engine
প্রচ্ছদখেলাধুলাএমবাপে-সালাহর পেনাল্টি মিস, ১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল

এমবাপে-সালাহর পেনাল্টি মিস, ১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল

শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চাপে রেখেছিল লিভারপুল। আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইংলিশ ক্লাবটি। বিরতির পর কাঙ্কিত সেই গোলের দেখা পায় তারা। সেটাও দুইবার। তাতে ১৫ বছর পর রিয়ালকে হারানোর স্বাদ নেয় লিভারপুল। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না স্লটের দল।

বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারায় লিভারপুল। স্কোর লাইনটা ভিন্ন হতে পারতো, যদি না পেনাল্টি মিস হতো। রিয়ালের হয়ে পেনাল্টি মিস করেছেন কিলিয়ান এমবাপে এবং লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান ম্যাক অ্যালিস্টার। বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার।

৫৯তম মিনিটে পেনাল্টি থেকে এমবাপের দুর্বল স্পট-কিক সহজেই ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার। ৬৯তম মিনিটে লিভারপুলও পেনাল্টি পেয়েছিল, কিন্তু মোহাম্মদ সালাহ গোল করতে ব্যর্থ হন।

এরপর ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান হাকপো। রবার্টসনের ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ডাচ ফরোয়ার্ড।

রিয়ালের বিপক্ষে লিভারপুলের সর্বশেষ জয়টিও ছিল এই অ্যানফিল্ডেই। ২০০৯ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে তারা ৪-০ গোলে জিতেছিল।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন