Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকলেবাননে ৩৬ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন ও...

লেবাননে ৩৬ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন ও ম্যাক্রোঁ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিদ্যমান পরিকল্পনার অধীনে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

চারটি সিনিয়র লেবানিজ সূত্রের বরাতে এই খবর দিয়েছে আল জাজিরা। এর আগে, প্যান-আরব আশারক আল-আওসাত সংবাদপত্র জানিয়েছিল, বাইডেন এবং ম্যাক্রোঁ মঙ্গলবার (২৬ নভেম্বর) ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েল এবং ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ওই এলাকায় হিজবুল্লাহর উপস্থিতির অবসান অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন পশ্চিমা কূটনীতিকের বরাতে বিবিসি বলেছে, এই চুক্তিতে ইসরায়েল এবং হিজবুল্লাহর খালি করা এলাকায় লেবাননের সেনাবাহিনীর উপস্থিতি বৃদ্ধি অন্তর্ভুক্ত থাকবে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবিও বলেছেন যে একটি চুক্তি “ঘনিষ্ঠ” এবং আলোচনা সঠিক পথে চলছে।

তবে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে “একটি গুরুতর ভুল” বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এখন হিজবুল্লাহকে সামরিকভাবে পেছনের দিকে নিয়ে যাওয়া এবং ধ্বংস করার “একটি ঐতিহাসিক সুযোগ”।

দুই পক্ষ যখন যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে কাজ করছে, তখন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময়ের তীব্রতা বেড়েছে। রোববারও লেবানন থেকে ইসরায়েলে প্রায় ২৫০টি প্রজেক্টাইল ছোঁড়া হয়েছে। তবে এগুলোর বেশিরভাগই আটকানো হয়েছে বলে দাবি করেছে দখলদার বাহিনী। এদিকে ইসরায়েলি বিমান বাহিনী বৈরুত এবং অন্যত্র সন্দেহভাজন হিজবুল্লাহ অবস্থানেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে।

এর আগে সোমবার গণমাধ্যমের খবরে বলা হয়, হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ‘নীতিগত’ অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) রাতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক পরামর্শের সময় তিনি এই অনুমোদন দেন। তবে চুক্তির বিষয়ে ইসরায়েলের তখন কিছু আপত্তি ছিল। সোমবার এসব আপত্তির বিষয় লেবানন সরকারের কাছে পাঠানোর কথা জানায় সূত্রটি।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চুক্তির বিষয়টি আরও পরিষ্কার হতে থাকে। তখন দু’পক্ষের মধ্যে অবশেষে একটি চুক্তি হতে চলেছে, এমন সম্ভাবনা আরও জোরালো হয়। লেবাননের সংসদের ডেপুটি স্পিকার এলিয়াস বউ সা’ব জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই বন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে আর কোনো বড় বাধা নেই।

তিনি বলেন, যুদ্ধবিরতির তত্ত্বাবধান কে করবে, তা নিয়ে একটি মতবিরোধ গত ২৪ ঘণ্টায় সমাধান করা হয়েছে। এর জন্য যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে এবং ফ্রান্সসহ পাঁচটি দেশের সমন্বয়ে একটি কমিটি গঠনের বিষয়েও ঐক্যমত্য হয়েছে। অপর একজন লেবানিজ কর্মকর্তা এবং পশ্চিমা কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র লেবাননের কর্মকর্তাদের বলেছে যে যুদ্ধবিরতির ঘোষণা আগামী কয়েক ঘণ্টার মধ্যে আসতে পারে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন