Google search engine
প্রচ্ছদজাতীয়প্রশাসনে আসছে আরও পদোন্নতি, ডিসি নিয়োগে হচ্ছে ফিটলিস্ট

প্রশাসনে আসছে আরও পদোন্নতি, ডিসি নিয়োগে হচ্ছে ফিটলিস্ট

প্রশাসনে আরেক দফা পদোন্নতি ও রদবদলের আভাস দিয়ে জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, ডিসি নিয়োগে আরেকটি ফিটলিস্ট হচ্ছে। এটা সরকারের সিদ্ধান্ত; যদিও আগে যাদের নিয়োগ দেয়া হয়েছিল তারা অলমোস্ট ভালোই করছে।

রোববার (২৪ নভেম্বর) সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে সরকারের পরিকল্পনা জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোখলেস উর রহমান বলেন, জনপ্রশাসনে উপসচিব থেকে যুগ্ম সচিব এবং যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে আবারও তাড়াতাড়ি পদোন্নতি দেওয়ার প্রস্তুতি চলছে। বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে যারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন, তাদের মধ্যে যাদের চাকরির বয়স শেষ পর্যায়ে, ১৫ দিন একমাস রয়েছে; তাদের গ্রেড-১ (সচিব পদমর্যাদা) দেয়া হবে। এসব কাজের জন্য নতুন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এসএসবি পুনর্গঠন করা হচ্ছে।

অন্যান্য ক্যাডারে পদোন্নতি নিয়েও কাজ চলছে জানিয়ে সচিব বলেন, ডিএস টু জয়েন্ট সেক্রেটারির শর্টলিস্ট খুব তাড়াতাড়ি শুরু হবে। নুতন ডিসি ফিটলিস্ট করা শুরু হবে। গতবার যেমন তাড়াহুড়া করা হয়েছিল; ফলে কিছু ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে। আগের নিয়োগ নিয়ে আপনারা যে যাই বলুন না কেন, মাঠের অবস্থা কিন্তু ভালো। তারপরও সরকারের সিদ্ধান্ত হচ্ছে আবার ফিটলিস্ট হবে। দল বেঁধে নতুন করে দাবি করার কিছু নেই। যে বিষয়গুলো ইতোমধ্যে চিহ্নিত, সে বিষয়গুলো স্বচ্ছতার সঙ্গে, বিধি মোতাবেক যার যতটুকু প্রাপ্য, সেগুলো যাতে পান, সে জন্য তারা কাজ করছেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন