Google search engine
প্রচ্ছদচট্টগ্রামকক্সবাজারে মাছধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১

কক্সবাজারে মাছধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১

কক্সবাজারে মাছধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ১১ জেলে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের শরীর ৭০-৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

০১ সেপ্টেম্বর,শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছড়া ৬নং ঘাটে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭), দিল আহমেদ (৩৪)। তবে তাৎক্ষণিকভাবে বাকি ৯ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, দগ্ধ ১০ জনের শরীর ৭০-৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নৌকার মাঝি দুলাল বলেন, তরকারি গরম করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আমিসহ নৌকার ১২ জন গুরুতর আহত হয়েছেন। আমাদের মধ্যে অনেকেরই অবস্থা খারাপ। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ৬নং ঘাটের সেলিস বহদ্দারের মালিকানাধীন ‘এফবি লাকি’ ট্রলারটি বৃহস্পতিবার মাছ ধরে কূলে ফিরে আসে। পরে শুক্রবার সকালে জেলেরা রান্নার জন্য গ্যাস সিলিন্ডার লাগাতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন