Google search engine
প্রচ্ছদখেলাধুলাসেল্টার কাছে হোঁচট খেলো ১০ জনের বার্সেলোনা

সেল্টার কাছে হোঁচট খেলো ১০ জনের বার্সেলোনা

নিশ্চিত জয়ের পথেই হাঁটছিল লা লিগার টেবিল টপার বার্সেলোনা। শেষ ৮ মিনিটের ঝড়ে উল্টে যায় দাবার গুটি। শুরুটা হয় মার্ক কাসাদোর লাল কার্ড দিয়ে। এরপর চার মিনিটের মধ্যে পরপর দুই গোল খেয়ে জয়বঞ্চিত হ্যান্সি ফ্লিকের দল। নাটকীয়ভাবে সেল্টা ভিগো-বার্সা ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

গতকাল (শনিবার) প্রতিপক্ষ সেল্টার মাঠে দুই অর্ধে দুটি গোল করে কাতালানদের এগিয়ে দেন রাফিনিয়া ও রবার্ট লেভান্ডফস্কি। শেষ পর্যন্ত সেই লিড আর থাকেনি। স্বাগতিক সেল্টার আলফনসো গঞ্জালেস ও হুগো আলভারেজ একপ্রকার বার্সার মুখে গ্রাস কেড়ে নিয়েছেন। ফলে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো দু’দলকে।

লামিনে ইয়ামাল যে চোটের কারণে খেলবেন না সেটি আগেই জানিয়ে দিয়েছিলেন বার্সা কোচ ফ্লিক। তাকে ছাড়াই টানা দ্বিতীয় ম্যাচ খেলতে দুটিতেই জয়বঞ্চিত স্প্যানিশ জায়ান্টরা। বার্সেলোনা খেলা গুছিয়ে নিতে সময় নেয় প্রথমে। এরপর ম্যাচের পঞ্চদশ মিনিটে প্রথম ভালো আক্রমণ সাজায়। তখনই লিড পেয়ে যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার কল্যাণে। নিজেদের অর্ধ থেকে জুল কুন্দের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি বক্সে ঢুকে পড়েন, পরে একজনকে পেরিয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন গোলরক্ষককে।

চলতি মৌসুমে এটি বার্সা অধিনায়কের সবমিলিয়ে ১৩তম গোল, পাশাপাশি ১০টি অ্যাসিস্ট আছে তার। এর মধ্যে লা লিগায় রাফার গোল হলো ৮টি। এখন পর্যন্ত কাতালান ক্লাবে এবার তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ খেলেছেন। তার লিডের পাঁচ মিনিট পর প্রায় গোল খেয়ে বসেছিল বার্সা। তবে গোলরক্ষক ইনাকি পেনা প্রতিপক্ষ ফুটবলারের ভলি ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। এরপর সফরকারীদের লিড দ্বিগুণ করে গোলও করেন লেভান্ডফস্কি। তবে পোলিশ স্ট্রাইকারের সেই চেষ্টা অফসাইডে কাটা পড়ে।

দ্বিতীয়ার্ধেই অবশ্য ৩৬ বছর বয়সী স্ট্রাইকার তার আক্ষেপ ঘোচান। ৬১তম মিনিটে বক্সের বাইরে তিনি রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সেল্টার এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে উল্টো মেরে দেন লেভার পায়ে। বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। যা বার্সার হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে পোলিশ তারকার ২০তম গোল। এখন পর্যন্ত চলতি লা লিগার সর্বোচ্চ ১৫ গোলও হলো তার।

দুই দফায় এগিয়ে যাওয়ার পরপর দু’বার বার্সার গোলবার রক্ষা করেন পেনা। সেল্টা দারুণ দুটি শট গোল না হওয়ার হতাশায় পোড়ে। ম্যাচে দ্বিতীয় গোল পেতে পারতেন রাফিনিয়া, তবে ৭৭তম মিনিটে তার শট গোলপোস্টে লেগে ফিরে আসে। এর মিনিট পাঁচেক পরই বার্সার হতাশার শুরু। প্রতিপক্ষের একজনকে ফাউল করে মার্ক কাসাদো ৮২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দল পেয়ে সুযোগ ভালোমতোই কাজে লাগায় সেল্টা।

অবশ্য বার্সাই সেই পথ তৈরি করে দেয়। জুল কুন্দের ভুলে সেল্টা বল পেয়ে যায় ৮৪তম মিনিটে। তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সুযোগে বল জালে পাঠান গঞ্জালেস। দুই মিনিট পরই তারা ম্যাচে সমতায় ফেরে। ৮৬তম মিনিটে বক্সের এক কোণা থেকে গোল করেছেন আলভারেজ। ২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচে দুই গোলের লিড নেওয়ার পর পয়েন্ট হারাল বার্সেলোনা। কাকতালীয়ভাবে, সেবারও তাদের প্রতিপক্ষ ছিল সেল্টা।

এ নিয়ে টানা দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ল বার্সা। তবে এখনও পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো ফ্লিকের দল। ১৪ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে নম্বর ওয়ান বার্সার পয়েন্ট ৩৪। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন