Google search engine
প্রচ্ছদজাতীয়জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বলেছেন, কৃষি অবকাঠামোর ধারাবাহিক রূপান্তর এবং আধুনিকীকরণের ফলে জনসংখ্যা বৃদ্ধি, আবাদযোগ্য জমি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশের কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে।

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এফএও’র মহাপরিচালক ড. চু ডং ইউ-এর সঙ্গে বৈঠককালে রাষ্ট্রদূত এসব মন্তব্য করেন।

রাষ্ট্রদূত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ক্লাইমেট-স্মার্ট কৃষি গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ক্লাইমেট-স্মার্ট কৃষি গবেষণা ও উদ্ভাবন নিয়ে কার্যক্রম পরিচালনা এবং বৈশ্বিক জরুরি সংকট ও দুর্যোগের সময়ে বিভিন্ন দেশের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা পরিহার করে কৃষিপণ্য রপ্তানি অব্যাহত রাখার লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ভূমিকা আরো জোরদারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী ক্ষুধা নির্মূল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি গ্রামীণ জীবনমান উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রণীত সোশ্যাল বিজনেস ধারণার প্রয়োগের বিষয়টি বিবেচনার জন্য এফএও-এর মহাপরিচালকের প্রতি অনুরোধ জানান।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন