Google search engine
প্রচ্ছদখেলাধুলাপ্রকাশ্যে রোনালদোর ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথির নাম

প্রকাশ্যে রোনালদোর ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথির নাম

বেশ একটা সময় ধরেই ইন্টারনেট দুনিয়াকে ব্যস্ত রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠে তার কীর্তি নিয়ে তর্ক-বিতর্ক আর আলোচনা তো চলছে নিয়মিত। তবে এসবের বাইরে গিয়েও রোনালদো এখন ইউটিউবার। ফুটবলের পাশাপাশি সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মে সরব তিনি। সেখানেই ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথিকে নিজের চ্যানেলে আনার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই ফুটবলার।

সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ইউটিউব চ্যানেলে কে অতিথি হয়ে আসছেন– তা নিয়ে জল্পনাকল্পনা ছিল বিস্তর। রোনালদোর জনপ্রিয়তা নিয়ে সংশয় নেই। ইউটিউব চ্যানেলে বিশেষ অতিথি আগমন নিয়ে তাই অনেক প্রশ্নই ঘুরছিল ভক্তদের মাঝে। তবে তাতে সবচেয়ে বেশি উচ্চারিত হয় লিওনেল মেসির নাম । সর্বকালের অন্যতম সেরা দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষাই করছিলেন সকলে।

কিন্তু অবশেষে ইন্টারনেট দুনিয়াকে যেন কিছুটা হতাশই করেছেন রোনালদো। তার নতুন অতিথি যে লিওনেল মেসি নন। তবে যিনি আসছেন, তিনিও ব্যাপক জনপ্রিয়। আক্ষরিক অর্থেই ইন্টারনেট দুনিয়াতে ঝড় তোলার সক্ষমতা আছে তার।

ইউর ক্রিস্টিয়ানো চ্যানেলে অতিথি হচ্ছেন জেমস স্টেফেন ডোনাল্ডসন। মিস্টার বিস্ট নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত। ‘মিস্টারবিস্ট’ নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কর্ণধার তিনি। যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি। ইউটিউবে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা সর্বোচ্চ, ভিডিও আছে আটশোর বেশি। প্রায় ২৭৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয়স্থানে টি-সিরিজ। দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর কারো নেই।

মিস্টারবিস্টের অতিথি হওয়ার ঘোষণাটি খোদ রোনালদোই দিয়েছেন। নিজের চ্যানেলে ‘ইন্টারনেটে ঝড় তুলতে আমি সাক্ষাৎ করছি মিস্টারবিস্টের সঙ্গে’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রিমিয়ার করে রেখেছেন আল নাসরের পর্তুগিজ তারকা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ওই অনুষ্ঠান।

উল্লেখ্য, রোনালদোর ইউটিউব চ্যানেলের নাম ইউআর ক্রিশ্চিয়ানো। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে নিজস্ব ভাবনাচিন্তা শেয়ার করেন সেখানে। ভক্তদের উন্মাদনারও শেষ নেই ‘ইউআর ক্রিশ্চিয়ানো’কে নিয়ে। এবার সেই চ্যানেলেই অতিথি হচ্ছেন ইউটিউবের সর্বোচ্চ সাবস্ক্রাইবারের অধিকারী মিস্টার বিস্ট।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন