চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার একটি কাঁচাবাজারে মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগা ওই মার্কেটের নাম কর্ণফুলী সুপার মার্কেট।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, কর্ণফুলী মার্কেটে আগুনে বেশকিছু দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামিসহ দুটি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়।
তিনি বলেন, রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর বলা যাবে।