নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার একদিন পর অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাশিয়ার সোচি শহরের এক অনুষ্ঠানে ট্রাম্পের জয়ের পর তাকে নিয়ে প্রকাশ্যে কথা বলেন পুতিন। সেখানে পুতিনের কথায় উঠে আসে নির্বাচনী প্রচারের হত্যাচেষ্টার পরও ট্রাম্পের সাহসিকতার প্রসংশা।
ভ্লাদিমির পুতিন বলেন, আমি আগেও বলেছি, আমেরিকার জনগণের ম্যান্ডেটে নির্বাচিত প্রেসিডেন্টের সাথে কাজ করতে রাশিয়ার অনীহা নেই। মস্কো সবসময়ই এই নীতিতে বিশ্বাসী। পশ্চিমা নেতাদের মধ্যে কেউ যদি যোগাযোগ শুরু করতে চায়, রাশিয়ার তাতেও কোনো আপত্তি নেই।
নির্বাচনী প্রচারে ইউক্রেন ও রাশিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন, তাতে মনোযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেন পুতিন। এসময় রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রশ্নে ইউক্রেনকে তার অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন পুতিন।
পুতিন বলেন, এই সংঘাত থামাতে ইউক্রেনকে তার অবস্থান স্পষ্ট করা জরুরি। ইউক্রেন যদি তার নিরপেক্ষতা অবলম্বন না করে, তবে ভালো-প্রতিবেশীর সম্পর্কের অস্তিত্ব কল্পনা করা কঠিন। কারণ, ইউক্রেনের অবস্থান স্পষ্ট না হলে, পশ্চিমা যে কোনো দেশ তাকে রাশিয়ার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।
পুতিন দাবি করেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার প্রথম মেয়াদে তাকে বিশ্বনেতারা ইতিবাচক হিসেবে গ্রহণ করতে পারেননি। এ কারণেই ট্রাম্প তার শাসনামলে দূরদর্শিতা দেখাতে ব্যর্থ হয়েছেন বলেও মনে করেন পুতিন।