Google search engine
প্রচ্ছদজাতীয়‘নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হচ্ছে না’

‘নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হচ্ছে না’

অন্তর্বতী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বায়ুদূষণ রোধে নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, পূর্বে একই জায়গায় অসংখ্য ইটভাটার অনুমোদন কীভাবে দেয়া হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, বায়ুদূষণ রোধে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে। এ নিয়ে অধিদপ্তরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের পরিবেশ ব্যবস্থাপক ক্রিস্টান পিটার বলেন, ২০৩০ সালের মধ্যে বায়ুদূষণ রোধের টার্গেট পূরণ করতে হলে এখন থেকে কাজ করতে হবে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন