Google search engine
প্রচ্ছদখেলাধুলাবিশ্বাসে ভর করে মিরপুর টেস্টে জিততে চায় বাংলাদেশ

বিশ্বাসে ভর করে মিরপুর টেস্টে জিততে চায় বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে খুব একটা খারাপ অবস্থায় নেই বাংলাদেশ। অবশ্য ব্যাটিং ব্যর্থতায় আজ সকালের প্রথম সেশনেও ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেঁকে বসেছিল বাংলাদেশ শিবিরে। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ-জাকের আলীর পাল্টা প্রতিরোধে ঘুরে দাঁড়িয়ে লিড পেয়েছে স্বাগতিকরা।

বৃষ্টিতে দিনের খেলা বন্ধ হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৭ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। লিড বেড়ে দাঁড়িয়েছে ৬৫ রানে।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদ। ড্রেসিংরুমে জয়ের বিশ্বাস আছে এখনো এমনটাই জানালেন তিনি। মুশতাক বলেন, ‘ড্রেসিংরুমের অবস্থা সবসময় ভালো। কারণ আপনাকে তো বিশ্বাস রাখতে হবে। পাকিস্তান সিরিজে ১৬ রানে ৬ উইকেট থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। সবাই বিশ্বাস রাখে আমরা জিততে পারি, যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি।’

বাংলাদেশ কত রান করতে চায় এ নিয়ে মুশতাক বলেন, ‘যত বেশি রান করা যায়। যত বেশি সময় সম্ভব রান করা যায়। যত লিডই হোক, আমাদের জয়ের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো দলকে চ্যালেঞ্জ করা যায়। তাই যত বেশি সম্ভব রান চাই এখন।’

২০০ রান করা নিয়ে মুশতাক বলেন, ‘২০০ রান, কেন নয়? ২৬/৬ থেকে আমরা টেস্ট জিতেছি। এই বিশ্বাস রাখতে হবে। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কোচিং স্টাফ, আমরা এই বিশ্বাস ছড়িয়ে দেই। সব পরিস্থিতিতেই বিশ্বাস রাখতে হবে। আমি সবসময় বিশ্বাস করেছি, দল হিসেবে বিশ্বাস রাখলে, ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস রেখে প্রক্রিয়া অনুসরণ করলে যে কোনো পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।’

জয়ের ব্যাপার নিয়ে আবারও মুশতাক বললেন, ‘তৃতীয়বারের মতো বলছি, ২৬/৬ থেকে ম্যাচ জিতেছি। ইনশাআল্লাহ এই ম্যাচও জিততে পারে। এই বিশ্বাসটাই শুধু রাখতে হবে। বিশ্বাস হলো সেই জিনিস, আপনি জানেন কোন প্রক্রিয়ায় জিততে হবে এবং হাল ছেড়ে দেবেন না। তাইজুল দারুণ ব্যাট করেছে। ১৬ রানের মতো করেছে। এটাই লড়াই। হাল ছাড়া যাবে না। মানুষ যাতে তোমাকে নিয়ে আশা করতে পারে।’

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন