চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ড ও ১৫ নং রেডিওলজি ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকা রতন সরকারের ছেলে ইমন সরকার (২৫), বাঁশখালী উপজেলার মিয়া জরদির রশিদ আহমেদের ছেলে মিজানুর রহমান (২৯) ও আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ফাতেহা দিঘির পাড় এলাকার মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে মো. মহিউদ্দীন (৩০)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘গ্রেপ্তার দালালদের আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে রোববার কার্তিক দত্ত (৪০) ও উত্তম দাশ (৪৮) নামে দুই দালালকে গ্রেপ্তার করে পুলিশ।
মূলত হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে রোগী ভাগিয়ে নেয় তারা। সেখানে নিয়ে চিকিৎসারা নামে মোটাদাগে টাকা আদায় করে এই দালাল চক্র।