Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের তেল খনিতে হামলা নিয়ে আলোচনা চলছে: বাইডেন

ইরানের তেল খনিতে হামলা নিয়ে আলোচনা চলছে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে তেহেরানে তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলে। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) তিনি এ কথা বলেন। লেবাননে যখন হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তখন বাইডেন এমন হুঁশিয়ারি দিলেন। খবর রয়টার্স

মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের চিরশত্রু ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইরায়েলকে তেহেরানের তেল স্থাপনায় হামলা চালাতে ওয়াশিংটন সমর্থন দেবে কিনা তা জানতে বাইডেনের কাছে প্রশ্ন করা হয়। জবাবে বাইডেন সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আমরা আলোচনা করছি।

বাইডেন বলেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবেন না।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন সিএনএনকে বলেন, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তার দেশের অনেক বিকল্প ব্যবস্থা রয়েছে এবং তেল আবিব শিগগির সেই পদক্ষেপ দেখাবে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, মঙ্গলবারের ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার দোহাতে বলেন, ইসরায়েল কোনো প্রতিক্রিয়া দেখানে তার প্রতিবাদ জানাতে তেহেরান প্রস্তুত।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন