Google search engine
প্রচ্ছদরাজনীতিতারেক রহমান কেনো দেশে আসতে পারছে না: প্রশ্ন রিজভীর

তারেক রহমান কেনো দেশে আসতে পারছে না: প্রশ্ন রিজভীর

আওয়ামী লীগ সরকারের পতনের দুই মাস হয়ে গেলেও তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যু্গ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানতে চেয়েছেন অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে কিনা।

গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক সমাবেশে তিনি এই প্রশ্ন রাখেন। ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আমার দেশ পত্রিকা খুলে দেয়ার দাবিতে সাংবাদিকদের সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

রিজভী বলেন, এত দিন হয়ে গেল, দুই মাস; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে আসলেন না? কী আইনি প্রক্রিয়া আছে। এই আইন তো ‘মানবতাবিরোধী’ আইন, এই আইন স্বার্থ রক্ষা করা হয় ‘মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের’। একটা নির্বাহী আদেশের একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে।

তাহলে কি অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছেন? এই প্রশ্ন রেখে বিএনপি নেতা বলেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে যে এর বাইরে যাওয়া যাবে না। এইভাবে কাজ করবেন, তারেক রহমান যেন ফিরতে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন। এগুলো পরিবর্তন করা যাবে না?‘প্রচলিত আইন এখন কেন?’

সরকার পতনের আন্দোলনকে বিপ্লব দাবি করে রিজভী বলেন, প্রচলিত আইন ব্যবহার করেছেন শেখ হাসিনা। ফৌজদারি আইনে এক বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হয়, এই আইন তো এখন মানা হবে কেন? আইন তো ধর্মীয় গ্রন্থ নয় যে এটা পরিবর্তন করা যাবে না। এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র-জনতার এত যে আত্মদান, এত রক্ত এখনও গড়িয়ে যাচ্ছে, এত আত্মদানের মধ্য দিয়ে যে সরকার, তারা কেন পুরনো আইন দেখিয়ে কাজ করবেন?

মাহমুদুর রহমানকে কারাগারে নেয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিপ্লবী সরকারের কর্মকাণ্ড হবে বৈপ্লবিক। আইনের কথা বলছেন? আইন উপদেষ্টা সাহেব নিশ্চয়ই একজন গুণী মানুষ, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন। কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোনো আইনের ওপর ভিত্তি করে কাজ করা নয়।যেভাবে মাহমুদুর রহমানকে কারাগারে নিয়ে যাওয়া হল, এই পরিস্থিতি আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না। শেখ হাসিনা সরকারের আমলের আইনগুলো টেনে নিয়ে কেন ‘গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে’ যন্ত্রণা দিচ্ছে, এটা গোটা জাতির আজকে জিজ্ঞাসা।

একটি ‘বিপ্লবী সরকার’ দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করে রিজভী বলেন, জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো কাজ করতে হবে। আমরা শেখ হাসিনার সরকারের মত সরকার চাই না। চট্টগ্রামের ডিসি মোনাজাত করছেন কাদেরকে নিয়ে? আওয়ামী লীগের যে সমস্ত চেয়ারম্যান প্রার্থী নমিনেশন জমা দিয়েছেন তাদেরকে নিয়ে। এই ধরনের সরকার চায় না বলেই তো এতো রক্তপাত, এত কিছু হল। এটা এই সরকারকে বুঝতে হবে।

দ্রুত নির্বাচন দেয়ারও দাবি জানিয়ে রিজভী বলেন, অতি শিগগির, অতি তাড়াতাড়ি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের কাছে দিতে হবে। তাহলেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলো খুব দ্রুত বাস্তবায়িত হবে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন