প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি ও তাঁর সরকারের বিরুদ্ধে নানান কুৎসা রটনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ অভিযোগের ভিত্তিতে শিক্ষক অধ্যাপক মো. মাইদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষক মাইদুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক।
২৪ আগস্ট, বৃহস্পতিবার চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমাদ নোটিশের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেএম নুর আহমদ স্বাক্ষরিত ওই নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। শিক্ষক মাইদুল ইসলাম বর্তমানে গবেষণার কাজে দেশের বাইরে আছেন।
চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এবং তার সরকারের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছেন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত বিধান পরিপন্থি। এ ব্যাপারে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য আদেশক্রমে আপনাকে অনুরোধ করা হলো।
গত ৩০ জুলাই ফেসবুকে এ আপত্তিকর পোস্ট করেন মো. মাইদুল ইসলাম। এ বিষয়ে গত ২০ আগস্ট আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় চবি শিক্ষক সমিতি।