Google search engine
প্রচ্ছদলিডলুট হওয়া অস্ত্র সেনা ক্যাম্পে জমা দেয়ার অনুরোধ

লুট হওয়া অস্ত্র সেনা ক্যাম্পে জমা দেয়ার অনুরোধ

শেরপুর জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র জমা দেয়ার জন্য সেনা ক্যাম্প থেকে অনুরোধ জানানো হয়েছে। রোববার বিকেলে শেরপুর সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট এক সহিংসতায় দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট করে। এই সহিংসতার সময় কারাগার থেকে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।

ওইসব অস্ত্র কোথাও পাওয়া গেলে অথবা কারো নিকট থাকলে নির্ভয়ে শেরপুর সেনা ক্যাম্পের শহীদ স্মৃতি স্টেডিয়ামে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একইসাথে নিম্ন বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন শেরপুরে সেনা ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তারা।

এছাড়া আলাদা আরেকটি বিজ্ঞপ্তিতে সহিংসতার ঘটনায় শেরপুরের মেসার্স মর্ডান অটো রাইস মিলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। ওইসব সামগ্রী কোথাও পাওয়া গেলে বা কারো কাছে থাকলে তা জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

অস্ত্র এবং সামগ্রী ফেরত দানের জন্য বা অন্য কোন তথ্যের জন্য নিম্ন বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে স্থানীয় সেনা ক্যাম্পের তরফ থেকে।০১৭৬৯-২০২৫২৮, ০১৭৬৯-২০২৫২৪।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন