Google search engine
প্রচ্ছদখেলাধুলাসিটির ঘরে উঠলো উয়েফা সুপার কাপ

সিটির ঘরে উঠলো উয়েফা সুপার কাপ

বছরের প্রথম শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। প্রথমবার উয়েফা সুপার কাপে অংশ নিয়েই শিরোপা জিতেছে দলটি। বুধবার রাতে গ্রিসের এথেন্সে টাইব্রেকারে সেভিয়াকে ৫-৪ গোলে পরাজিত করে সিটি।

খেলার ধারার বিপরীতে সিটির বিরুদ্ধে ২৫তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। গোল হজমের পর সেভিয়ার ওপর চাপ বাড়ায় সিটি। তবে লা লিগার দলটির রক্ষণ বুহ্য ভেদ করতে না পারায় এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ইংলিশ চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটেই সমতায় ফেরে সিটি। বক্সের বাইরে থেকে রদ্রির ক্রসে দূরের পোস্টে হেডে বল জালে পাঠান কোল পালমার। ৯০ মিনিট শেষ হয় ১-১ সমতায়।

উয়েফার নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে সমতা থাকার পর অতিরিক্ত ৩০ মিনিট খেলা না থাকায় সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নিষ্পত্তি হয়। টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে সিটি জিতে বছরের প্রথম শিরোপা ঘরে তুলে। আড়াই মাস আগে টাইব্রেকারে ইউরোপা লিগের শিরোপা জেতা সেভিয়া এবার আর পারল না।

উল্লেখ্য, কোচ হিসেবে চারবার সুপার কাপে অংশ নিয়ে প্রতিবারই শিরোপার স্বাদ পেলেন গার্দিওলা। ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনার কোচ হিসেবে এবং ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের দায়িত্বে ট্রফি জিতেছিলেন এই স্প্যানিয়ার্ড।

গতকাল ম্যানচেস্টার সিটির হয়ে ১৫তম শিরোপা জিতেছেন পেপ গার্দিওলা। অ্যাথেন্সে জেতা এই ট্রফিতে নিজের বার্সেলোনার দিনগুলোকেও ছাড়িয়ে গেলেন তিনি। বার্সেলোনার সোনালী প্রজন্মের হাত ধরে ৪ বছরে ১৪টি শিরোপা জিতেছিলেন গার্দিওলা।

আগামী ডিসেম্বরেই সৌদি আরবের জেদ্দায় ক্লাব বিশ্বকাপে ফেবারিট হিসেবে যাচ্ছে সিটি। সেখানেই ট্রফি সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন গার্দিওলা।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন