Google search engine
প্রচ্ছদখেলাধুলাএমবাপে-বেলিংহামকে ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে রিয়াল

এমবাপে-বেলিংহামকে ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে রিয়াল

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপে সেটি একপ্রকার নিশ্চিত ছিল। অবশেষে গত ৩ জুন বাংলাদেশ সময় মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে এই ফরাসিকে নিজেদের বলে ঘোষণা দেয় রিয়াল। আগামী পাঁচ মৌসুম সাদা জার্সিতে মাঠ মাতাবেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা।

ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে এমবাপেকে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল। তবে এখনই রিয়ালের জার্সিতে তাকে মাঠে দেখতে পারবেন না দর্শকরা। সেটার জন্য আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে রিয়াল সমর্থকদের। কারণ প্রাক-মৌসুমের দলে নেই এমবাপে।

ইউরোপের সফলতম ক্লাবটির যুক্তরাষ্ট্র সফর শেষে এমবাপের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১৪ অগাস্ট উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে ২৫ বছর বয়সী এই ফুটবলারের।

এমবাপের সঙ্গে ছুটিতে আছেন দলটির আরও দুই তারকা ফুটবলার। জুড বেলিংহাম ও দানি কারভাহালকেও প্রাক-মৌসুমের যুক্তরাষ্ট্র সফরের দলে রাখেনি স্প্যানিশ ক্লাবটি।

গত ইউরোতে এমবাপের নেতৃত্বে সেমি-ফাইনালে খেলে ফ্রান্স। স্পেনের বিপক্ষে হেরে শেষ চারের লড়াই থেকে বিদায় নেওয়ার পর ছুটিতে যাওয়ার কথা বলেন তিনি। দীর্ঘ মৌসুম শেষে এরপর তাকে বিশ্রাম নিতে বলেছেন বলে কদিন আগে জানান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপের মতো ছুটিতে আছেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম ও স্প্যানিশ ডিফেন্ডার কারভাহাল। ২০২৪ ইউরোর ফাইনালে দুইজনে প্রতিপক্ষ হিসেবে খেলেন। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করে স্পেন।

যুক্তরাষ্ট্র সফরে এসি মিলান, বার্সেলোনা ও চেলসির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে রিয়াল। আগামী বুধবার ইতালির ক্লাব মিলানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর শনিবার খেলবে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। ৬ অগাস্ট তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন