বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে শোনা যাচ্ছিল ব্রাজিলের পোস্টার বয় নেইমার ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে ফিরবেন। তবে ১৬০ মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন নেইমার এমন খবরই জানিয়েছে ফরাসি গণমাধ্যম লেকিপ। আল-হিলালের সঙ্গে দুই বছরের চুক্তিতে রাজি হচ্ছেন ব্রাজিলের এই তাড়কা ফুটবলার।
ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানান, সবুজ সংকেত পেলেই সৌদি ক্লাব আল হিলালে স্বাস্থ্য পরীক্ষা হবে ব্রাজিলের তারকা ফুটবলারের নেইমারের। দুই বছরের চুক্তিতে আল হিলালের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছে পিএসজি। খুব দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এদিকে, নেইমারকে পেতে আল হিলালের বড় অঙ্কের প্রস্তাবে পিছু হটেছে বার্সেলোনা। ব্রাজিলের তারকা ফুটবলারকে পাওয়ার আশা ছেড়ে বিকল্প ফুটবলারের খুঁজে রয়েছে স্প্যানিশ ক্লাবটি। জানা গেছে, নেইমারের পরিবর্তে অ্যাথলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্সকে পেতে আগ্রহী কাতালানরা। তবে আগামী বছর আল-হিলাল থেকে নেইমারকে ধারে নিজেদের ক্লাবে খেলাতে পারে এমন কথাও বাতাসে ভাসছে।
সৌদি লিগে দল হিসেবে বেশ শক্তিশালী আল হিলাল। গত মৌসুমে ৩০ ম্যাচে ১৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ছিল ক্লাবটি। শনিবার (১২ আগস্ট) আরব ক্লাব কাপে আল নাসরের কাছে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে আল হিলাল।