Google search engine
প্রচ্ছদখেলাধুলাসর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন নাফীস ইকবাল

সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন নাফীস ইকবাল

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল হঠাৎ করে স্ট্রোক করেছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। সেখানে থেকে নিজের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে বিসিবিতে কর্মরত নাফীস।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে নাফীস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘আল্লাহর রহমতে এবং আমার সকল প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি…। আলহামদুলিল্লাহ।’

মূলত সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিসে আক্রান্ত হয়েছেন নাফীস। এই রোগটি বিরল হিসেবে উল্লেখ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে। এমনকি লাখে একজনের হয়ে থাকে। এ রোগ হলে মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট হয়ে থাকে। তবে চিকিৎসার মাধ্যমে সুস্থতাও আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত সে পথেই আছেন নাফীস।

তিনি শীঘ্রই সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন