Google search engine
প্রচ্ছদচট্টগ্রামভারী বর্ষণ: খাগড়াছড়ির সড়কে ফাটল, যান চলাচল বন্ধ

ভারী বর্ষণ: খাগড়াছড়ির সড়কে ফাটল, যান চলাচল বন্ধ

ভারী বর্ষণে খাগড়াছড়ির সিন্দুকছড়ির ধুমনিঘাট কাটাপাহাড় এলাকায় সড়ক দেবে গেছে। এ কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সড়ক দেবে যাওয়ার বিষয়টি খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেল কয়েকদিনের প্রবল বর্ষণে পাহাড়ী সড়কটির একপাশের মাটি দেবে গিয়ে সড়কে ফাটল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিষয়টি জানার পর বিকেলে সড়ক সংস্কারের কাজ শুরু হয়।’

সড়ক দেবে যাওয়ায় খাগড়াছড়ির মহালছড়ি থেকে গুইমারার জালিয়াপাড়ার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সংস্কার কাজ শেষ করতে কতদিন সময় লাগবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি সড়ক বিভাগ সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ২০২১ সালের জুন মাসে সিন্দুকছড়ি সড়কটি আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন