উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির নেতা কিম জং উন। একই সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য আরও প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। এছাড়া অস্ত্র উৎপাদন ও সামরিক মহড়া বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির একনায়ক।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘কেসিএনএ’ এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘চিফ অব জেনারেল স্টাফ’ পাক সু ইলকে বরখাস্ত করে প্রতিরক্ষামন্ত্রী রি ইয়ং গিলকে ওই পদে বসানো হয়েছে ।
আগামী ২১ থেকে ২৪ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেটিকে উত্তর তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে।
কেসিএন এর খবরে বলা হয়, কিম জং উন পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন। এরপর তিনি অস্ত্র তৈরির কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি মিশাইল ইঞ্জিন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র তৈরির নির্দেশ দেন। আধুনিক অস্ত্র ও সরঞ্জামগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করার জন্য তিনি আরও সামরিক মহড়ার আহ্বান জানান। ওই বৈঠকে কিম জানান বলেন, উত্তর কোরিয়ার শত্রুদের কাউকে রেহাই দেওয়া হবে না। তবে শত্রু বলতে কাদের বুঝিয়েছেন তা রিপোর্টে উল্লেখ করা হয়নি।
উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর একটি মিলিশিয়া কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সেই কুচকাওয়াজের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। গত সপ্তাহে কিম দেশটির কয়েকটি বড় অস্ত্র কারাখানা পরিদর্শন করেন। মিসাইল তৈরির জন্য ইঞ্জিন তৈরি এবং অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
সম্প্রতি রাশিয়া ও চীনের কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার বড় একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও গুপ্তচর ড্রোনসহ উত্তর কোরিয়ার নতুন অস্ত্র প্রদর্শন করা হয়েছিল। এই কুচকাওয়াজের দুই সপ্তাহেরও কম সময় পর কিম দেশটির অস্ত্র তৈরির কারখানা সফর করলেন।