Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকপাঁচ বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ইমরান...

পাঁচ বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ইমরান খান

তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে ৫ আগস্ট তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে আদালতের রায়ের পর এবার সেদেশের নির্বাচন কমিশন (ইসিপি) পাঁচ বছরের জন্য তাকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

তোষাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেয়ার প্রেক্ষাপটে নির্বাচন কমিশন মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ কথা জানায়। কমিশন তাকে সব ধরনের সরকারি দায়িত্ব গ্রহণে অযোগ্য হিসেবে ঘোষণা করেছে।

তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালীন ১৪০ মিলিয়ন রুপি মূল্যমানের রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেয়ার অভিযোগ রয়েছে। তিনি বিদেশ সফরকালে বিদেশী মেজবানদের কাছ থেকে এসব উপহার পেয়েছিলেন। ওই রায়ের পর ইমরান খানকে গ্রেপ্তার করে অটোক কারাগারে নিয়ে যাওয়া হয়।

ইমরানের আইন উপদেষ্টা নাইম হায়দার দাবি করেছেন, তার মক্কেলকে অটোক কারাগারে সি-শ্রেণিতে খুবই খারাপ অবস্থায় রাখা হয়েছে। তারা তাকে এ-শ্রেণি প্রদান করার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন এবং তাকে অটোক কারাগার থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের প্রার্থনা করেছেন।

এই মামলায় খালাস দেয়ার জন্য ইমরানের আইনজীবীরা উচ্চতর আদালতে আপিলও করেছেন। তারা এই রায়কে অবৈধ হিসেবে অভিহিত করেছেন। আজ বুধবার ইসলামাবাদ হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন