Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকইরানকে থামাতে এবার বাণিজ্যিক জাহাজে মার্কিন সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত

ইরানকে থামাতে এবার বাণিজ্যিক জাহাজে মার্কিন সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত

পারস্য উপসাগর থেকে ইরান কয়েকটি ট্যাঙ্কার জব্দ করার প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজগুলোতে সৈন্য মোতায়েনের পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এফ-৩৫ যুদ্ধবিমান এবং মেরিন সৈন্য পাঠিয়ে উপসাগরীয় এলাকায় তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। এছাড়া বাণিজ্যিক জাহাজগুলোতে ভবিষ্যতে মোতায়েনের জন্য আড়াই হাজার মেরিন সৈন্য নামানো হতে পারে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা এপি পাঁচজন মার্কিন কর্মকর্তার (তাদের পরিচয় প্রকাশ করা হয়নি) উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে। এ ব্যাপারে আরব মিত্রদের সহায়তাও গ্রহণ করতে পারে যুক্তরাষ্ট্র।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এপিকে বলেন, বাণিজ্যিক জাহাজটি যে দেশের পতাকা বহন করছে এবং যে দেশে নিবন্ধিত হয়েছে, ওই দেশের সম্মতি নিয়ে তাতে সৈন্য মোতায়েন করা হবে।

গত মে মাসে মার্কিন মিত্র সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমান জানিয়েছে যে তারা চীনা নেতৃত্বাধীন নৌ জোটে যোগ দিতে পারে। ইরানও আছে এই জোটে। ফলে এলাকায় চীনের অবস্থান আগের চেয়ে জোরদার হচ্ছে। এই অঞ্চলে বদলে যেতে থাকা ভূ-রাজনীতির প্রেক্ষাপটে এবার মার্কিন সৈন্য মোতায়েনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন