টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে শুরু হয়। পরদিনই সমশক্তির ওমান-নামিবিয়া ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। সোমবার ভোরে (৩ জুন) ক্যারিবীয় দ্বীপপুঞ্জ বার্বাডোজের ব্রিজটাউনে মধ্য এশিয়ার দেশ ওমানের মুখোমুখি হয় নামিবিয়া। যেখানে ওমানকে ১১ রানে হারিয়েছে শেষ হাসি হেসেছে নামিবিয়া।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১০৯ রান করে ওমান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে সমান ১০৯ রান করে নামিবিয়া। আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সুপার ওভারে।
বিলাল খানের করা সুপার ওভারে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তোলেন নামিবিয়ার দুই ব্যাটার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস ও অভিজ্ঞ ডেভিড উইসে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত ছিলেন উইসে। নাসিম খুশির উইকেটসহ মাত্র ১০ রান দেন তিনি। এতে জয় নিশ্চিত হয় নামিবিয়ার।