Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিক৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙল মোদির

৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙল মোদির

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ ধ্যান শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১ জুন) দুপুরে ৪৫ ঘণ্টার ধ্যানের অবসান ঘটে। টানা ৭৫ দিন ধরে ২০৬টি জনসভা এবং রোড শো করেছেন মোদি। একগুচ্ছ কর্মসূচি শেষে ধ্যান শুরু করেন তিনি।

গত ৪৫ ঘণ্টা কারও সঙ্গে কথা বলেননি মোদি। এসময় তিনি শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন। খাদ্যতালিকায় ছিল, ডাবের পানি, ফলের রসের মতো পানীয়।

ধ্যান ভাঙার পর ধ্যানমণ্ডপম থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরই তামিল কবি, দার্শনিক থিরুভাল্লুভারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আজ শনিবার (১ জুন) ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তিনি ধ্যানে বসেছিলেন কেদারনাথে। ২০১৪ সালের ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে।

ভারতের বিরোধী দলগুলোর দাবি, নির্বাচনের ফলকে প্রভাবিত করতেই তিনি এই ধ্যানে বসেছেন। তারা আদর্শ নির্বাচনি আচরণ বিধি (এমসিসি) ভঙ্গ হচ্ছে দাবি করে মোদির ধ্যানের ছবি গণমাধ্যমে প্রকাশ না করার দাবিও জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন