Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়

সব ইসরায়েলি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি। জেরুজালেমের মানবাধিকার নীতির সঙ্গে প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। গতকাল শুক্রবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর রয়টার্স।

গেন্ট ইউনিভার্সিটিতে ফিলিস্তিনের পক্ষে জোরালো বিক্ষোভ চলমান রয়েছে। সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠে। মে মাসের শুরু থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু অংশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দখলে রয়েছে।

ইউগেন্ট নামে পরিচিত বিশ্ববিদ্যালয়টির একটি তদন্ত কমিটি ইসরায়েলি শিক্ষাপ্রতিষ্ঠান ও ইসরায়েলি সরকার, সামরিক বা নিরাপত্তা পরিষেবার মধ্যে সংযোগ খুঁজে পেয়েছে। এ বিষয়ে এক বিবৃতিতে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তদন্তে ওয়ার্ল্ড কোর্টের এক রায়ের উল্লেখ করে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোয় গাজার মানবিক পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

ইউগেন্ট দুই সপ্তাহ আগে তিনটি ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। ইসরায়েলি ১৮টি একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির অংশীদারিত্ব রয়েছে।

গত সপ্তাহে বেলজিয়ামের আরো দুটি বিশ্ববিদ্যালয় ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সহযোগিতার নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিল। এর মধ্যে অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চলমান গবেষণা প্রকল্পগুলি চালিয়ে যাবে। তবে নতুন প্রকল্পগুলো স্থগিত করবে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন