Google search engine
প্রচ্ছদবিনোদনরেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াঁনোর আহবান শাবনূরের

রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াঁনোর আহবান শাবনূরের

সোমবার (২৭ মে) বাংলাদেশের ওপর বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে ব্যাপক ক্ষতি হয়েছে দেশের উপকূলীয় জেলাগুলোর। কারও ঘর উড়ে গেছে, কারও ডুবেছে ফসল। বিপন্নপ্রায় জনজীবন। বিষয়টি নাড়িয়ে দিয়েছে ঢালিউড সুপারস্টার শাবনূরকে। রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে শাবনূর লিখেছেন, ‘আসুন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।’

প্রসঙ্গত, চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে শাবনূরের। পাশাপাশি ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামে আরও দুটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে একসময়ের তুমুল জনপ্রিয় এবং বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী এই চিত্রনায়িকার।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন