Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকইমরান খানের বিরুদ্ধে সরকারি নথি প্রকাশের অভিযোগ, হতে পারে...

ইমরান খানের বিরুদ্ধে সরকারি নথি প্রকাশের অভিযোগ, হতে পারে ১৪ বছরের জেল

১৪ বছর পর্যন্ত জেল হতে পারে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। সে দেশের আইনমন্ত্রী আজম নাজির তারার এ খবর জানিয়েছেন।

রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি নথি উন্মোচন করে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করার অভিযোগ রয়েছে ইমরান খানের বিরুদ্ধে। আইনমন্ত্রী বলেন, বিষয়টি প্রমাণিত হলে তাঁর ১৪ বছরের জেল হবে।

জিও টিভির বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার ইসলামাবাদে একটি প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন পাকিস্তানের আইনমন্ত্রী। তিনি আরও বলেন, সাইফার হচ্ছে একটি সরকারি শ্রেণিবদ্ধ নথি, যেটি কখনও প্রকাশ করা যাবে না বা কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ইমরান খান এটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। এ বিষয়ে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) তাঁকে তলব করেছিল।

আইনমন্ত্রী বলেন, সাইফারের নির্বিচারে ব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিলেন ইমরান খান; যেটি সাবেক মুখ্যসচিব আজম খানের স্বীকারোক্তিমূলক বক্তব্য থেকে স্পষ্ট করেছে। পিটিআইয়ের চেয়ারম্যান এটি তাঁর নিজের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ব্যবহার করেছেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন