Google search engine
প্রচ্ছদখেলাধুলাপাঁচ বছর পর ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

পাঁচ বছর পর ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

সিরিজে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। অবশেষে ভারতকে ৪ উইকেটে হারিয়ে পাঁচ বছর পর ম্যাচ জয়ের সুবাস পেল বাঘিনীরা। প্রথম দুই ম্যাচ হেরে আজ হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে খেলতে নেমেছিল স্বাগতিকরা।

মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে বেশিদূর দৌড়াতে দেয়নি বাংলাদেশের মেয়েরা। রাবেয়া খান আর সুলতানা খাতুনের বোলিং তোপে পড়ে ৯ উইকেটে ১০২ রানে থামে ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ১১ বল হাতে রেখে স্বাগতিকরা জয় তুলে নেয় ৪ উইকেটে।

ভারতকে ১০২ রানে গুটিয়ে দিয়েও স্বস্তিতে ছিলো না বাংলাদেশ। আগের ম্যাচেই যে ভারতের বিপক্ষে মাত্র ৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও হেরে গিয়েছিল ৮ রানে! তাই শঙ্কা নিয়েই রান তাড়া করতে নামে টাইগাররা। প্রথম চার ওভারে মোটে ১৬ রানে ২ উইকেট হারিয়ে ফেললে সেই শঙ্কা আরো ভীতি ছড়ায়।

সাথি রানি (১০) আর দিলারা ৭ বলে ১ রানে মিন্নুর শিকার হলে ভয় জেঁকে বসে। তবে তৃতীয় উইকেট জুটিতে তা কাটিয়ে উঠে টাইগ্রীসরা। দুই সুলতানা ‘শামিমা-নিগার’-এর ৪৬ রানের জুটি আশার আলো দেখায়। ২০ বলে ১৪ করে ফেরেন নিগার। দ্রুত ফেরেন স্বর্ণাও, ২ রান করে। দলীয় সংগ্রহ তখন ১৪ ওভার শেষে ৬৯/৪।

সেখান থেকে আরো ১৬ রান যোগ করতেই আরো জোড়া উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে সুলতানা খাতুন ৮ বলে ১২ করে আউট হন। পরের বলেই রান আউট হয়ে ফেরেন শামিমা। তার ব্যাটে আসে ৪৬ বলে ৪২ রান। ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে তখন ধুঁকতে শুরু করেছে বাংলাদেশ। তবে নাহিদা আর রিতু মিলে সামলে দেন সব বিপদ। নাহিদা ৭ বলে ১২ ও রিতু অপরাজিত থাকেন ৫ রানে।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করে সফরকারীরা।

৪ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রাবেয়া খান। এছাড়া ২ উইকেট দখল নেন সুলতানা খাতুন। ১টি করে উইকেট নিয়েছেন স্বর্ণা আকতার, নাহিদা আকতার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন