Google search engine
প্রচ্ছদবিশেষ সংবাদজার্মানিতে নদীর তলদেশ থেকে ৪০০ বছরের পুরনো গুপ্তধন উদ্ধার

জার্মানিতে নদীর তলদেশ থেকে ৪০০ বছরের পুরনো গুপ্তধন উদ্ধার

৪০০ বছরের পুরোনো একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে জার্মানির লুবেক শহরের পাশ দিয়ে বয়ে চলা ট্রেভ নদীর তলদেশ থেকে।

জাহাজটি থেকে পাওয়া নিদর্শন থেকে তৎকালীন মানব সভ্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। জাহাজ উদ্ধার প্রকল্পের প্রধান ফেলিক্স রয়েস বলেন, ‘আমরা প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়েছি।

প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন, সেখান থেকে উদ্ধার হয়েছে ষোড়শ শতাব্দীর মানব সভ্যতার কিছু নিদর্শন এবং গুপ্তধনও। এসব জিনিসপত্র থেকে অনেক নতুন তথ্য জানতে পারব।

ফেলিক্স বলেন, ‘উদ্ধার অভিযানে পাওয়া গুপ্তধনগুলোর মধ্যে রয়েছে চীনামাটির বাসন, ১৮০টি কাঠের টুকরো। এসব পরিষ্কার করে নথিভুক্ত করে সংরক্ষণ করা হয়েছে। জিনিসগুলো থ্রিডি স্ক্যান করার জন্য লুবেক শহরের একটি সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হবে’।

২৫ মিটার লম্বা এবং ৬ মিটার চওড়া জাহাজটির সন্ধান মেলে ২০২১ সালের নভেম্বর মাসে জার্মানির উত্তর-পূর্বাঞ্চলের বন্দর নগরী লুবেকের কাছে ট্রেভ নদীর জলস্তর পরিমাপের সময় নদীর ১১ মিটার গভীরে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন