টুইটারের বিকল্প হিসেবে বাজারে ‘থ্রেডস’ অ্যাপ নিয়ে এসেছে তথ্যপ্রযুক্তি সংস্থা মেটা। এর জন্য মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে টুইটার।
মেটার বিরুদ্ধে টুইটারের প্রাক্তন কর্মীদের সহায়তা নিয়ে ‘থ্রেডস’ অ্যাপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে । তবে এ অভিযোগ অস্বীকার করেছে মেটা।
টুইটারের মালিক ইলন মাস্ক বলেছেন ‘প্রতিযোগিতা ভালো, তবে প্রতারণা নয়।’ টুইটারের প্রাক্তন কর্মীদের সহায়তায় থ্রেডস অ্যাপ তৈরি করা হয়েছে এই অভিযোগ এনেছেন তিনি । তবে মেটা পাল্টা একটি আইনি চিঠিতে দাবি অস্বীকার করেছে।
টুইটারের আইনজীবী অ্যালেক্স স্পিরো মেটার সিইও জুকারবার্গকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে অভিযোগ করা হয়েছে, টুইটারের একজন কর্মীকে চাকরি দিয়ে মেটা যে ‘থ্রেডস’ বানিয়েছে তা টুইটারের কপিক্যাট। টুইটারের বাণিজ্যর গোপন তথ্য এবং মেধাসত্ব চুরি করেছে মেটা।
স্পিরো বলেছেন, এই চিঠিকেই যেন লিগ্যাল নোটিস হিসাবে ধরা হয়। তারা মেধাসত্ব অধিকারকে কোনোভাবে ছাড়তে চান না। এ ব্যপারে তারা আইনি ব্যবস্থা নেবেন।
টুইটারের দাবি, যদি মেটা নতুন অ্যাপ আনতে চায়, আনতেই পারে। তাই বলে তাদের নকল করে অ্যাপ বাজারে ছাড়ার অর্থ কী?
তবে ‘থ্রেডস’ এর পক্ষে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন একটি পোস্ট করে জানিয়েছেন, ‘থ্রেডস ইঞ্জিনিয়ারিং টিমের কেউই টুইটারের প্রাক্তন কর্মী নয়।’
উল্লেখ্য, মেটার ‘থ্রেডস’ অ্যাপ বুধবার চালুর প্রথম সাত ঘণ্টায় এক কোটি ব্যবহারকারী সাইন আপ করেছে বলে জানিয়েছেন মার্ক জুকারবার্গ। মেটা জানিয়েছে, এখনও পর্যন্ত ৩ কোটির বেশি মানুষ নতুন এই অ্যাপের জন্য সাইন আপ করেছে।