‘মাদক’ উদ্ধার হয়েছে হোয়াইট হাউস থেকে । রীতিমত চোখ কপালে উঠার মতো ঘটনা। তবে মাদক উদ্ধারের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ছিলেন না বলে জানা গেছে। তিনি ক্যাম্প ডেভিডে ছিলেন।
রবিবার স্থানীয় সময় রাত ৮.৪৫ নাগাদ হোয়াইট হাউসের ভিতরে মেলে সন্দেহজনক সাদা পাউডার। খবর পেয়ে দমকল এবং আপৎকালীন বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সাদা পাউডার পরীক্ষা করে তারা প্রাথমিকভাবে ধারণা করে এটি কোকেন।
বিষয়টি নিশ্চিত করতে বিশেষজ্ঞদের কাছে নমুনা পাঠানো হয়েছে। সেই রিপোর্টের অপেক্ষায় সিক্রেট সার্ভিস এজেন্সি। এই ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠেছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের মতো হাই সিকিউরিটি জোনে কীভাবে মাদক এল?
জানা গেছে হোয়াইট হাউসের পশ্চিম দিকের ভবন থেকে ‘মাদক’ উদ্ধার হয়েছে। যা মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের এক্সিকিউটিভ মেনশনের মধ্যে পড়ে। ওই ভবনেই রয়েছে ‘ওভাল অফিস’, ‘ক্যাবিনেট রুম’ এবং ‘প্রেস রুম’। হোয়াইট হাউসের কর্মীদের দপ্তরও রয়েছে ওই ভবনে।