আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল কোমরের ইনজুরির জন্য। আগামীকাল শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগেও পুরোপুরি ফিট হতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। তারপরও বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তামিম বলে গেছেন, শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডে খেলবেন তিনি। ‘আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না পুরোপুরি শতভাগ (ফিট আছে)। কালকে (বুধবার) খেলার পর বুঝতে পারবো কী অবস্থা। এখন পর্যন্ত (যেটা) আমি আগামীকাল খেলবো।’
ম্যাচের আগের দিন সাকিবসহ বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলন করলেও তামিমকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছিল অধিনায়ককে হয়তো প্রথম ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হবে। যদিও পরবর্তীতে টিম ম্যানেজার নাফিস ইকবাল জানালেন, ঐচ্ছিক অনুশীলন থাকায় বিশ্রাম করে কাটিয়েছেন তামিম। অনুশীলন করতে মাঠে না এলেও সংবাদ সম্মেলনের জন্য হোটেল থেকে আসতে হয়েছে তাকে।
এর আগে সোমবার চন্ডিকা হাথুরুসিংহে জানান তামিমকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, ‘আমি কারও মেডিকেল হিস্ট্রি (ইতিহাস) নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সে (তামিম ইকবাল) দুই দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কি না অনুশীলনের পর তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এমন অবস্থায় তামিম কি নিজেকে উজার করে দিতে পারবেন?
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন কিছু সমস্যা থাকলেও সেসব কাটিয়ে বুধবারের ম্যাচের জন্য প্রস্তুত তিনি, ‘আমি দেখতে চাই আমি কতটুকু মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করবো না যাতে দল ভুক্তভোগী হয়। আমি সবসময় বলি ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবেচেয়ে আগে। এখন মনে হচ্ছে আমি আগামীকালের (বুধবার) জন্য প্রস্তুত। খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে এমন কিছু, তাহলে আমি ও মেডিক্যাল বিভাগ মিলে সিদ্ধান্ত নেবো। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।’