Google search engine
প্রচ্ছদলিডরমজানের শুরুতেই শপিংমলে বাহারী পোশাকের পসরা

রমজানের শুরুতেই শপিংমলে বাহারী পোশাকের পসরা

রমজানের শুরুতেই বিভিন্ন শপিংমলের ফ্যাশন হাউজগুলোতে উঠতে শুরু করেছে হরেক ডিজাইনের বাহারী পোশাক। আসছে গরমের কথা মাথায় রেখেই আরামদায়ক পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। এক্ষেত্রে তারা বেছে নিচ্ছেন বুটিকের কাজ করা সুতি ও লিলেন জামাকাপড়।

একজন প্রবীণ বিক্রেতা বলেন, আশা করছি, ১০ রমজানের পর থেকে বেচাকেনা ভালো হবে। ঈদ উপলক্ষে সব কালেকশন ইতোমধ্যে চলে এসেছে। এখন, যদি বিক্রি ভালো হয়, তাহলে ব্যবসায়ীরা হয়তো কিছুটা বাঁচবে।

ক্রেতারা জানান, রোজার শুরুর দিকেও পোশাকের দাম অনেক চড়া। গতবছরের তুলনায় দাম বেশি বলে অভিযোগ তাদের। একজন নারী ক্রেতা বলেছেন, আগে বাচ্চাদের বেশি জামাকাপড় কিনে দিতে পারতাম। তবে, বর্তমানে দাম বেশি হওয়ায় ৫টি প্রয়োজনীয় পোশাকের জায়গায়, ২টি কিনছি।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে প্রতিদিনই বাজারে নতুন ডিজাইনের পোশাক আসছে। আধুনিক মননশীল পোশাকের চাহিদাই বেশি।

একজন বিক্রেতা জানান, দ্রব্যমূল্যের দাম বেশি। এই কারণে এখন পর্যন্ত ভালোভাবে বেচাকেনা শুরু হয়নি। শবে বরাতের পর যে রকম বিক্রি হয়, এবার সেরকম হচ্ছে না।

তবে রমজানের প্রথম দিকে তুলনামূলক ক্রেতা উপস্থিতি কম হলেও, সামনে বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন