Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকরোজায় অসংখ্য মানুষের মনে পড়বে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের কথা:...

রোজায় অসংখ্য মানুষের মনে পড়বে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের কথা: বাইডেন

পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। তবে, ভিন্ন ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শুভেচ্ছাবার্তা।

গাজায় অন্তত ছয় সপ্তাহের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র- শুভেচ্ছাবার্তায় এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১০ মার্চ) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বাইডেন বলেন, ‘এই রমজান মাসে অসংখ্য মানুষের বারবার মনে পড়বে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কথা। আমার চোখেও ভাসবে ফিলিস্তিনিদের দুর্দশার চিত্র।’

বাইডেন আরও বলেন, ‘এই মাস পবিত্রতা ও পরিশুদ্ধির। তবে এই বছর, পবিত্র রমজান মাসটি এক বড় সংকটের মধ্যে এসেছে। গাজার যুদ্ধ ফিলিস্তিনি জনগণের ওপর ভয়ানক দুর্ভোগ সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে প্রায় দুই মিলিয়ন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। অনেকেই রয়েছে খাদ্য, পানি, ওষুধ এবং আশ্রয়ের সংকটে।’

শুভেচ্ছাবার্তায় বাইডেন আশ্বাস দেন, গাজায় আরও ত্রাণ সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে নেতৃত্ব দিয়ে যাবে এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে অবিলম্বে কমপক্ষে ছয় সপ্তাহের টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে।

এছাড়াও ওয়াশিংটন স্থিতিশীলতা, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবে। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা এবং সমৃদ্ধি সমানভাবে নিশ্চিত করতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানে পৌঁছানো। বাইডেন জোর দিয়ে বলেন, ‘এটাই দীর্ঘমেয়াদী শান্তির একমাত্র পথ।’

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন