Google search engine
প্রচ্ছদচট্টগ্রামজয় বাংলা কনসার্ট মাতালো চট্টগ্রাম

জয় বাংলা কনসার্ট মাতালো চট্টগ্রাম

প্রথমবারের মতো চট্টগ্রামে আয়োজন করা হয়েছে জয় বাংলা কনসার্ট। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয় কনসার্টটি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এই কনসার্ট।

আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’র (সিআরআই) তারুণ্যের প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’র উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত এ কনসার্টে নয়টি ব্যান্ড অংশগ্রহণ করে।

ব্যান্ডগুলো হলো- আর্টসেল, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, চিরকুট, মেঘদল, এভয়েড রাফা, কার্নিভাল ও তীরন্দাজ।

এরআগে, বিকেল ৩টায় জমকালো এ কনসার্ট উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান।

এদিকে, পছন্দের ব্র্যান্ড দলের গান শুনতে দুপুর থেকেই কনসার্টের প্রবেশপথে তরুণদের বাঁধভাঙা জোয়ার সৃষ্টি হয়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। মাঝে মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে এ আয়োজন করা হয়নি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন