Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকসন্ত্রাসী হামলায় পাকিস্তানে ৪ নিরাপত্তাকর্মী নিহত

সন্ত্রাসী হামলায় পাকিস্তানে ৪ নিরাপত্তাকর্মী নিহত

আজ রোববার পাকিস্তানের একটি চেকপোস্টে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে পাকিস্তানের বেলুচিস্তানে শেরানি জেলায় একটি চেকপোস্টে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, নিরপত্তারক্ষীদের পাল্টা গুলিতে একজন হামলাকারীও নিহত হয়েছেন। তবে তাঁর নাম পরিচয় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ত্রাসীদের ধরতে ওই এলাকায় এখন অভিযান চলছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদুস বিজেঞ্জো এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের কাপুরুষোচিত হামলার মাধ্যমে নিরাপত্তাবাহিনীকে দমানো যাবে না।

পাতিস্তানে গত কয়েক মাস ধরে নিরাপত্তাবাহিনীর ওপর নিয়মিত হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ বেলুচিস্তানে চেকপোস্টে এমন ঘটনা ঘটল।

গতকাল কোয়েটায় স্মার্ট পুলিশ স্টেশন সিভিল লাইনসে একজন হামলাকারী গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়। এতে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এর আগে করাচি ও পেশোয়ারের মতো প্রধান প্রধান শহরেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

গত এপ্রিলে অনুষ্ঠিত এক বৈঠকের পর ন্যাশনাল সিকিউরিটি কমিটি (এনএসসি) পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য সর্বাত্মক অভিযানের ঘোষণা দেয়।

ইসলামাবাদের একটি থিঙ্ক ট্যাঙ্ক দ্য পাকিস্তান ইনস্টিটিউট অফ পিস স্টাডিজ (পিআইপিএস) জানিয়েছে, দেশে সন্ত্রাসী হামলার সংখ্যা ২০২১ সালের তুলনায় গত বছর ২৭ শতাংশ বেড়েছে। গত বছর বিভিন্ন হামলায় কমপক্ষে ৪১৯ জন নিহত ও ২২৬ জন আহত হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন