চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরের প্রাণকেন্দ্র থেকে প্রান্তিক এলাকা, সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও নিরাপদ করতে ব্রিজ, ফুটওভারব্রিজ, সড়ক নির্মাণ করছি৷ অবৈধ দখলদারদের কাছ থেকে সড়ক, ফুটপাত, নালা উদ্ধার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম হবে বিশ্ববাণিজ্যের হাব, নান্দনিক নগরী৷
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ১৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ ও ৪ তিনটি ফুটওভার ব্রিজের নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।
উদ্বোধন হওয়া ফুটওভার ব্রিজগুলো হচ্ছে ৫ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে জিইসি মোড়ে চতুর্মুখী ফুটওভার ব্রিজ, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সড়ক সংযোগস্থলে ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ৮৫ ফুট দৈর্ঘ্যের ফুটওভার ব্রিজ, ৫ নম্বর মোহরা ওয়ার্ডের কাপ্তাই রাস্তার মোড়ে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৮৫ ফুট দৈর্ঘ্যের ফুটওভার ব্রিজ এবং ৫ নম্বর মোহরা ওয়ার্ডের ১৩১ ফুট দৈর্ঘ্যের ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ওসমানিয়া পিসি গার্ডার ব্রিজ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর মো. মোরশেদ আলম, শাহেদ ইকবাল বাবু, আবুল হাসনাত মো. বেলাল, কাজী নুরুল আমিন, জেসমিন পারভীন জেসী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, রিফাতুল করিম প্রমুখ।