গত বছর কর্মীদের ৫০ শতাংশ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। কিন্তু আজ পর্যন্ত সেই টাকা তাঁরা পাননি। তাই প্রতিশ্রুতি অনুযায়ী প্রাপ্য বোনাস না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন একদল কর্মী। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে টুইটারের বিরুদ্ধে এই মামলা করা হয়।
মামলায় কর্মীরা অভিযোগ করেন, ২০২২ সালে প্রাক্তন প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগালসহ টুইটারের নির্বাহী কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মচারীদের ৫০ শতাংশ বোনাস দেওয়া হবে। গত বছর ইলন মাস্কের টুইটার অধিগ্রহণকে সামনে রেখে দেওয়া হয়েছিল এই প্রতিশ্রুতি। কিন্তু গত অক্টোবরে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর কর্মীদের সেই বোনাস আর দেওয়া হয়নি।
এই কারণে টুইটারের বর্তমান এবং ২০২৩ সালের প্রথমভাগ পর্যন্ত কাজ করা প্রাক্তন কর্মীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এই আইনি পদক্ষেপটি শুরু করেছেন টুইটারের ক্ষতিপূরণ বিভাগের প্রাক্তন শীর্ষ পরিচালক মার্ক শোবিঙ্গার। গত মাসেই ওই পদ থেকে পদত্যাগ করেন তিনি।
টুইটার সম্প্রতি তার মিডিয়া রিলেশন্স বিভাগের সব কর্মীকে ছাঁটাই করেছে। ফলে বোনাস সংক্রান্ত মামলার বিষয়ে সংস্থাটির বক্তব্য এখনও জানা যায়নি।