Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকহন্ডুরাসে নারী কারাগারে দাঙ্গা-সংঘর্ষ, নিহত ৪১

হন্ডুরাসে নারী কারাগারে দাঙ্গা-সংঘর্ষ, নিহত ৪১

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নারীদের একটি কারাগারে মঙ্গলবার ভয়াবহ দাঙ্গা-সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। রাজধানী তেগুচিগালপা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত কারাগারটিতে প্রায় ৯০০ বন্দি রয়েছে।

বিবিসির বরাত দিয়ে জানা যায়, কারাগারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে একটি পক্ষ কারাগারের একটি সেলে আগুন ধরিয়ে দেয়। নিহতদের বেশিরভাগ আগুনে পুড়ে মারা গেছেন। তবে কয়েকজন গুলিবিদ্ধ হয়েও মারা যান। কিছু বন্দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

হন্ডুরাসের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী জুলিসা ভিলান্যুয়েভা জরুরি অবস্থা জারি করেছেন এবং সংঘাত দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

হন্ডুরাসে কারাগারে সংঘর্ষ বা দাঙ্গার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে উত্তরাঞ্চলের বন্দরনগরী টেলায় একটি কারাগারে সংঘর্ষে অন্তত ১৮ জনের প্রাণহানি হয়।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন