ক্রিমিয়ায় হামলা হলে প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ক্রিমিয়া আক্রমণ করার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এবং তখন থেকে তারা এটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। একইসাথে রাশিয়া এ অঞ্চলটি আক্রমণের সুযোগের বাইরে বলে মনে করে।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে বলেছেন, মস্কোর কাছে এমন তথ্য রয়েছে যে- ইউক্রেন মার্কিন সরবরাহকৃত হিমারস্ (দূরপাল্লার রকেট সিস্টেম) ও ব্রিটিশ সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্রজ ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় হামলার পরিকল্পনা করছে।
প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের বিশেষ সামরিক অভিযানের অঞ্চলের বাইরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অর্থ হলো ইউক্রেন অবিলম্বে আমাদের ভূখণ্ডে হামলা চালাবে।
তিনি আরো বলেন, আর যদি এরকম হামলা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সম্পূর্ণভাবে সংঘর্ষে জড়িয়ে যাবে।
কিয়েভ রাশিয়ার হামলার বিরুদ্ধে নিজেদের লড়াইকে ঔপনিবেশিক বিজয়ের যুদ্ধে বেঁচে থাকার জন্য সংগ্রাম হিসেবে দেখছে। এবং তারা বলছে, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াসহ সমস্ত অঞ্চল তারা পুনরুদ্ধার করতে চায়।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ৪ জুন থেকে ২৬৩টি হামলা চালিয়েছে। রাশিয়া এটিকে ইউক্রেনের পাল্টা আক্রমণের শুরু হিসাবে বিবেচনা করে।