Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ৩৩ বছর আগের খুনের মামলায় দুজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ৩৩ বছর আগের খুনের মামলায় দুজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ৩৩ বছর আগের খুনের মামলায় মো. ওছমান ও নুরুজ্জামান নামে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী আজ সোমবার বিকেলে এই রায় দেন বলে জানান ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ।

তিনি বলেন, খুনের মামলায় আদালত দুই আসামি মো. ওছমান ও নুরুজ্জামানকে ফাঁসির আদেশ দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে দুই আসামি পলাতক। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

এর আগে ১৯৯১ সালের ২৪ জুন চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা গ্রামের হাঁড়িপাড়া এলাকায় ঘরের ভেতর ঢুকে আজিজুর রহমানকে ছুরিকাঘাতে খুন করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবদুল নবী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দেয়।

১৯৯৩ সালের ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন