Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে চায়ে রং মিশিয়ে বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে চায়ে রং মিশিয়ে বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন ইস্পাহানি গেইট, একে খান এলাকার ইয়ং কনজুমার ফুড প্রোডাক্টস কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সিটিজি চা ব্রান্ডের ওই চায়ের কারখানায় অভিযান পরিচালনাকালে চায়ে রং মেশানোর বিষয়টি হাতেনাতে প্রমাণ পায় চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

জিজ্ঞাসাবাদে মালিক ইউনুস মিয়া জানান, ফেসবুকে কালারের বিজ্ঞাপন দেখে তিনি কালার সংগ্রহ করেন। ঐ কালার (রং) ১৫ গ্রাম করে প্রথমে ৫ কেজি চায়ের সঙ্গে মেশান এরপর সেই ৫ কেজি চা ৫০ কেজি চায়ের সঙ্গে ব্লেন্ডিং করে ফ্যানে শুকিয়ে প্যাকেটজাত করেন।

তিনি ২০২২ সাল থেকে চায়ের ব্যবসা করে আসছেন। তিনি জানান তার প্যাকেট করার লাইসেন্সও নেই। দোষ স্বীকার করে ইউনুস জানান, তিনি ভোক্তার সঙ্গে প্রতারণা করেছেন।

অভিযান পরিচালনা করেন চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন। উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার পুলিশ, চা বোর্ডের ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা দিদারুল মওলা, বিপণন কর্মকর্তা আহসান হাবীব।

এ সময়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সব চা জব্দ করা হয় এবং তার লাইসেন্স বাতিল করা হবে যাতে সে আর চায়ের ব্যবসা করতে না পারে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন