বোয়ালখালীতে ২০ লিটার চোলাই মদসহ মো. শফিউল আলম (৪৯) নামের এক মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শফিউল আলম আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মৃত শামসুল আলমের ছেলে।
রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে সর্দার পাড়া এলাকায় মদ বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, শফিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২৯ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।