Google search engine
প্রচ্ছদবিশেষ সংবাদছেলেকে স্কুটারে চাপিয়েই হাসপাতালের চারতলায় উঠলেন বাবা

ছেলেকে স্কুটারে চাপিয়েই হাসপাতালের চারতলায় উঠলেন বাবা

যারা হিন্দি সিনেমা ‘থ্রি ইডিয়টস’ দেখেছেন তাদের ভোলার কথা নয়। সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল, রাজুর (শরমন যোশি) অসুস্থ বাবাকে স্কুটারে বসিয়ে হাসপাতালে নিয়ে যায় ব়্যাঞ্চো (আমির খান) আর পিয়া (করিনা কাপুর)। কারণ, অ্যাম্বুল্যান্স সময় মতো পৌঁছতে পারেনি।

ভারতের রাজস্থানের কোটায় ঠিক একই ঘটনা ঘটল। এখানে হাসপাতালের মধ্যে স্ট্রেচার বা হুইলচেয়ার পাওয়া যায়নি। যার জেরে ছেলেকে স্কুটারে চাপিয়ে লিফটে করে হাসপাতালের চারতলায় পৌঁছান অসহায় বাবা।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির ছেলের পা ভেঙে গিয়েছিল। তাঁকে হাসপাতালে নিয়ে পৌঁছলেও চিকিৎসকের কাছে পৌঁছানোর জন্য কোনও স্ট্রেচার বা হুইলচেয়ার পাওয়া যাচ্ছিল না। তারপর ছেলেকে স্কুটারে করে চারতলায় চিকিৎসকের কাছে পৌঁছান তিনি এবং স্কুটারে করেই নিচে নামেন। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়াতেই হাসপাতালে পৌঁছায় পুলিশ। বাবার এমন পদক্ষেপকে পূর্ণ সমর্থন করে তারা।

অন্যদিকে হাসপাতালের তরফেও বলা হয়, সেখানে হুইলচেয়ার ও স্ট্রেচারের অভাব রয়েছে। তবে স্কুটার নিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করার অনুমতি তারা দেয়নি। তা সত্ত্বেও ওই ব্যক্তি লিফটে করে চারতলায় স্কুটার নিয়ে পৌঁছান।

অন্যদিকে পুলিশের কাছে ঐ ব্যক্তি জানান, হাসপাতালের ম্যানেজমেন্টের তরফে অনুমতি দেওয়ার পরেই ছেলেকে ওইভাবে নিয়ে যান তিনি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন