Google search engine
প্রচ্ছদচট্টগ্রামপ্রক্সি দিচ্ছিলেন বিসিএসের লিখিত পরীক্ষায়

প্রক্সি দিচ্ছিলেন বিসিএসের লিখিত পরীক্ষায়

বিসিএস লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে এসে ধরা পড়েছেন এক তরুণী। সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরের ইস্পাহানি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।

দণ্ডিত ওই তরুণীর নাম প্রিয়তি জান্নাত। তিনি অন্য পরীক্ষার্থীর হয়ে ‘প্রক্সি’ পরীক্ষা দিতে এসেছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার দ্বিতীয় দিন ছিল। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২শ’ নম্বরের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। নগরের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চট্টগ্রাম বিভাগের ৭৩৪ জন পরীক্ষার্থী ছিল। তবে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২৫ জন। ওই কেন্দ্রে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ‘প্রক্সি’ দিতে আসা প্রিয়তি জান্নাত নামে এক শিক্ষার্থী ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েন। পরে তার জবানবন্দি ও সাক্ষ্যগ্রহণ শেষে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, আজ (বুধবার) ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘প্রক্সি’ দিতে এসে এক তরুণী আটক হয়েছেন। ওই তরুণী অপর এক পরীক্ষার্থীর হয়ে ‘প্রক্সি’ দিতে এসেছিলেন। ভুয়া প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে আসেন তিনি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবকিছু যাচাই-বাছাই শেষে সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ এর (১০) ধারা অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন