বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের দুই মেয়ে জাহ্নভি কাপুর ও খুশি কাপুর। ধড়ক সিনেমার মাধ্যমে জাহ্নভি কাপুরের বলিউড অভিষেক আগেই হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর গত বছর ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় খুশি কাপুরের। এর মধ্যেই বলিপাড়া জোর গুঞ্জন সহ-অভিনেতা বেদাং রায়নার প্রেমে মজেছেন খুশি কাপুর।
জয়া আখতার নির্মিত ‘দ্য আর্চিস’ সিনেমা গেল বছরের ২২শে নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। এ সিনেমায় খুশি অভিনয় করেন বেদাং রায়নার বিপরীতে।
জানা গেছে, ‘দ্য আর্চিস’ সিনেমার শুটিং সেট থেকে কাছাকাছি আসা শুরু খুশি-রায়নার। তবে ব্যক্তিগত সম্পর্কের দিকে এখন নজর দিতে চান না তারা। সম্পর্কের খবরটি প্রকাশ্যে আসুক সেটাও চাননি।
ঘনিষ্ঠ একটি সূত্রমতে, খুশি-বেদাং প্রেম করছেন এবং মাঝেমাঝেই ডেট করছেন। তারা পরস্পরের সঙ্গে কমফোর্ট। তারা নানা বিষয় নিয়ে একে-অন্যের সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু তারা তাদের প্রাইভেসি রক্ষা করতে চান। এর আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে খুশির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন বেদাং। কিন্তু তা অস্বীকার করে এ অভিনেতা বলেন, এ খবর সত্যি নয়।