Google search engine
প্রচ্ছদজাতীয়বাণিজ্যমেলা শুরু ২১ জানুয়ারি

বাণিজ্যমেলা শুরু ২১ জানুয়ারি

পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আন্তর্জাতিক বাণিজ্যমেলার এবারের আসর আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে।

১৫ জানুয়ারি সোমবার গণমাদধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী।

তিনি বলেন, আগামী ২১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন হতে চলেছে। সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করবেন। পূর্বাচল এক্সপো সেন্টারে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। এ মেলা চলবে মাসব্যাপী।

১৯৯৫ সাল থেকে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। রীতি অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি মেলা শুরু হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ২০২১ সাল পর্যন্ত ঢাকার শেরে বাংলা নগরে এ মেলা অনুষ্ঠিত হয়।

২০২২ সালে মেলার ভেন্যু পরিবর্তন হয়ে পূর্বাচলে চলে যায়। মহামারি করোনার কারণে ২০২১ সালে এ মেলা হয়নি। তবে, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের বাণিজ্যমেলা ১ জানুয়ারি আয়োজন করা সম্ভব হয়নি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন