ভিডিও কলে থাকা অবস্থায় গান শেয়ারের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এর ফলে কারও সঙ্গে ভিডিও কলে সংযুক্ত থাকার সময় পছন্দের গান শেয়ার এবং লাইভে সেই গান চালু করে বাকিদের শোনানো যাবে। হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এই নতুন ফিচার লঞ্চ হতে যাচ্ছে।
ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপের ২.২৩.২৬.১৮ বেটা ভার্সনে ব্যবহারকারীদের অন্য ব্যবহারকারীর সঙ্গে স্ক্রিন শেয়ার করার এবং একসঙ্গে গান শোনার সুবিধা দেওয়া হয়েছে। আইওএসের বেটা সংস্করণে ফিচারটি প্রথম দেখা যায়। ফিচারটি শিগগিরই অ্যান্ড্রয়েডেও চালু হবে।
এই ফিচারের মাধ্যমে মিউজিক ছাড়াও যেকোনো অডিও শেয়ার করা যাবে। ভিডিও কলে কেউ স্ক্রিন শেয়ার করে অডিও চালু করলে অপর প্রান্তে থাকা ব্যবহারকারী তা শুনতে পারবে। ফলে গান বা অডিও শোনার অভিজ্ঞতা একই সঙ্গে উপভোগ করা যাবে।
ভিডিও কল বন্ধ থাকলে ফিচারটি কাজ করবে না। ভয়েস কল বা ভিডিও কলের সময় ক্যামেরা বন্ধ রাখা হলে ফিচারটি ব্যবহার করা যাবে না। সবার জন্য ফিচারটি কবে চালু হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।